« নীড়পাতা | এই মেঘ »

করোটিতে আরো রোদ্দুর



হঠাৎ আঘাত করে
করোটিতে রোদ্দুর।

সূর্যাহত আমার
করোটি চুঁইয়ে ঢোকে রুপালী আলো।

অতি জাগতিক নিয়মে
আমি হয়ে উঠি কবি।
আমার কবিতা
ফেলে চিন্তায় সমালোচক তাদের ...

কেন যে খুঁজতে যান
কবিতার ভুল!
কবিতার শরীর সেতো ঈশ্বরিক নির্মান।

মগজে নড়ে ওঠে তরল রোদ্দুর।

১৭ ই অক্টোবর ২০০৩
সন্ধ্যা ৬ টা ৪৫

আমার সর্ম্পকে

  • আমি
  • থাকি
আমার সর্ম্পকে আরো

পুরোনো লেখা

সংগ্রহশালা